How To Order

পালামৌ আপনার বিজনেস প্রোডাক্ট সোর্স করার অন্যতম মাধ্যম।

পালামৌতে অর্ডার প্লেস করতে শুরুতে আপনি ব্রাউজারে গিয়ে www.palamou.com লিখে ওয়েবসাইটে চলে যান ওয়েবসাইটের হোমপেজে একদম বামপাশে লোগোর নিচে পেয়ে যাবেন প্রোডাক্ট ক্যাটেগরির অপশন এরপর নিচের দিকে নামলে পাবেন Top ক্যাটেগরিগুলো এবং তার নিচেই রিকমেন্ডে রয়েছে আমাদের সবচেয়ে বেশি সেল হওয়া এবং সেরা পণ্যগুলো তালিকা।

তার নিচে রয়েছে ভেন্ডর এবং আমাদের নিজস্ব নতুন সংযোগকৃত আইটেমের তালিকা। অর্ডার করতে আপনি প্রোডাক্ট ক্যাটেগরি থেকে অথবা টপ ক্যাটেগরি থেকে আইটেম খুঁজে নিতে পারেন। আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি যেই ক্যাটেগরিতে আছে সেখানে গিয়ে ব্র্যান্ড অথবা নাম সার্চ করে আপনি সহজেই খুঁজে বের করতে পারেন।

প্রোডাক্টটি সামনে আসার পর আপনি ছবিতে টাচ করে প্রোডাক্টের ডিটেইলস, ছবিতে জুম করে কোয়ালিটি যাচাই করতে পারবেন। আপনার প্রোডাক্ট যাচাই করা হলে অর্ডার করতে অথবা প্রাইজিং সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করুন। হোয়াটসঅ্যাপে লাইভ চ্যাট করে আপনি অর্ডার করতে পারবেন, অথবা ওয়েবের একদম নিচে Contact Us এ দেয়া নাম্বারে কল অথবা ইমোতে ম্যাসেজ করেও বিস্তারিত জেনে অর্ডার করতে পারবেন।

অর্ডার প্লেস করতে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ম্যাসেজ দিয়ে আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটির ছবির সাথে কত পরিমাণে লাগবে সেটা জানাবেন। প্রোডাক্টের কোন স্পেশাল রিকোয়ারমেন্ট থাকলে, যেমনঃ বিজনেস কার্ডের ক্ষেত্রে কত কালারে হবে, কতজনের নামে ভাগ হবে মোট কোয়ান্টিটি এবং ডেমো দেখতে চাইলে তা জানাবেন।

এছাড়া আপনি প্রয়োজনীয় প্রোডাক্টের কোটেশনের জন্য প্রোডাক্টের পাশেই Request Quotation অপশনে গিয়ে আপনার বিস্তারিত পরিচয় এবং যা যা জানতে চান বা রিকোয়ারমেন্ট রয়েছে তা দিয়ে সেন্ড করলেই ইমেইলের মাধ্যমে সেই প্রোডাক্টের একটি কোটেশন আপনাকে দেয়া হবে। এছাড়া যেকোনো প্রয়োজনে হটলাইনে যোগাযোগ করার ব্যবস্থা তো রয়েছেই। তাই আর দেরি না করে চলে আসুন পালামৌতে। Palamou Let business be global

Main Menu